প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার ঘোষিত ফলপ্রকাশ পেয়েছে মাধ্যমিকের৷ আজ সকালেই প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ৷ প্রথম পর্বের পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ৷ দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল ২২ এপ্রিল৷ পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পড়ুয়া৷ পর্ষদের ইতিহাসে যাএযাবৎ সর্বোচ্চ৷ প্রথমবারের পরীক্ষার ৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হল বলে জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি৷ যা ইঙ্গিত করে কন্যা সন্তানদের স্কুলে পাঠানোর প্রবণতা আগের চেয়ে বেড়েছে৷ তবে সাফল্যের হাতে সামান্য পিছিয়ে ছাত্রীরা৷ এ বছর মোট পাশের হার ৮৬.০৬%। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। অন্যান্য বছরের মতো এবছরও পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বাধিক৷ ৯৭.৬৩ শতাংশ৷ এর পরেই রয়েছে কালিম্পং৷

উত্তরের এই রাজ্যে সাফল্যের হার ৯৪.২৭ শতাংশ৷ তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর৷ এই জেলায় পাশের হার ৯৪.৬২ শতাংশ৷ এর পর রয়েছে কলকাতা৷ পাশের হার ৯৪.৩৬ শতাংশ৷ ঝাড়গ্রাম-৯২.০৭ শতংশ৷ উত্তর ২৪ পরগণা-৯১.৯৮ শতাংশ, দক্ষিণ ২৪ পরগণা-৯১.৯৮ শতাংশ৷ দক্ষিণ ২৪ পরগণায-৮৯.৬১ শতাং৷ মালদা-৮৭.১১ শতাংশ৷