অবশেষে ভাঙা হচ্ছে উড়ালপুলের বাকি অংশ

বছর পাঁচেক আগে এক ভয়াবহ ঘটনা দেখেছিল কলকাতা। তাতে প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন মানুষ। আহতও হয়েছিলেন অনেকে। দুর্ঘটনা ঘটেছে পাঁচ বছর হয়ে গেছে অবশেষে বাকি অংশ ভাঙার অনুমতি পাওয়া গেলো। পাঁচ বছর পর পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১৫ জুন থেকে উত্তর কলকাতার এই ভগ্নাবশেষ সেতু দফায় দফায় সরিয়ে ফেলা হবে। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং তারপরই উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান। ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে রেলের অধীনস্থ সংস্থা রাইটসকে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল ভাঙার সময় সব ধরনের সর্তকতা অবলম্বন করা হবে। আশপাশের বাড়ির কোন বাসিন্দা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। ভাঙার কাজের চলাকালীন যাতে যান চলাচল ব্যাহত না হয় তার জন্য ট্রাফিক অন্য পথে ঘোরানো হবে।

২০১৬ সালের ৩১ মার্চ বিধানসভা ভোটের মুখে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ এই উড়ালপুলটি। ঘটনায় মারা গিয়েছিলেন ২৮ জন। ৮০ জনের বেশি জখম হয়েছিল। তারপর থেকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে উড়ালপুলের ক্ষতিগ্রস্ত কাঠামো। পোস্তা উড়ালপুল তৈরির সময় থেকেই আপত্তি জানিয়েছিলেন সেখানকার বাসিন্দারা।