রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে একজোটে মামলার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির তদন্ত করছিল সিবিআই।
এবার সেই মামলায় সিবিআইয়ের সিটের মাথা থেকে ধরমবীর সিংহকে অপসারিত করল কলকাতা হাই কোর্ট। জানা গিয়েছে, ধরমবীর সিংহর বদলে এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে বাঙালি সিবিআই আধিকারিক কল্যাণ ভট্টাচার্যকে।
প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি যখন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলছিল তখনই সিটের সব দায়িত্ব থেকে সরতে চেয়ে আবেদন জানান ধরমবীর সিংহকে। শুধু তাই নয়, সূত্রের খবর সিবিআইয়ের চাকরি ছাড়তে চান বলেও হাইকোর্টে জানান তিনি। আদালতে তিনি জানান, নিজের ইচ্ছাতেই অবসর নিতে চান তিনি।