গৃহীতও হলো না ইস্তফা পত্র

আবার সরগরম রাজ্য রাজনীতি। গ্রহণ করা হলো না ইস্তফাপত্র। মোদীর মন্ত্রিসভা গঠনের মাঝেই একের পর এক ইস্তফাপত্র বিজেপি এলো শিবিরে। বড়সড় বিড়ম্বনার মুখে পড়তে হয় বঙ্গ বিজেপিকে। যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ জানান যুব মোর্চার পদ ছাড়লেও নরেন্দ্র মোদীর আদর্শের জন্য তিনি বিজেপিতেই আছেন। এদিন দাবি করেন । পরে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি। নাটকীয় পট পরিবর্তন।

ফেসবুক পোস্টে জানালেন তিনি যুব মোর্চার সভাপতি পদেই থাকছেন। মাত্র কয়েকঘণ্টার মধ্যে সৌমিত্র খাঁর এই অবস্থান বদল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে স্বয়ং এই ইস্তফার বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে হয়। বিজেপি নেতা বিএল সন্তোষ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্যের নির্দেশে এই সিদ্ধান্ত।