দোমহনী, তিস্তা,জলঢাকা অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি রয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রের খবর। তবে তিস্তা, জলঢাকা, ডায়নার জল বেড়েছে এমনটাই সেচ দপ্তর সূত্রে জানা গেছে।
গতকাল রাতে ভারি বৃষ্টি হলেও আজ ভোর থেকে বৃষ্টি হয়নি জলপাইগুড়ি তে। তবে আকাশের মুখ ভাড়। সকাল থেকেই লক্ষ্য করা গেছে জলপাইগুড়ি তে মেঘলা আকাশ।
যেকোনো মুহূর্তে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।গতকালের পর তিস্তা নদীতে শুক্রবার ফের জল বাড়ায় চিন্তার ভাজ তিস্তা পারের বাসিন্দাদের।