স্বস্তি মিলছে দেশের সুস্থতার সংখ্যায়

স্বস্তি দিয়ে আবার নিম্নমুখী হলো দেশের করোনা গ্রাফ। আরও কিছুটা কমেছে দৈনিক মৃত্যুও। পাশাপাশি কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৯ হাজার ৬১৬। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জন।

গত বছর মার্চের পর আজ দেশের সুস্থতা সর্বাধিক।গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ০৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ৭৬ হাজার ৩১৯ জন। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। 

করোনার সংক্রমণ রুখতে জোরদার তৎপরতায় দেশে টিকাকরণ জারি রয়েছে। এখনও পর্যন্ত দেশের প্রায় ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক করোনার টিকা পেয়েছেন। এঁদের মধ্যে ২৩ শতাংশ নাগরিকের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। মোট টিকাকরণ হয়েছে ৮৪ কোটি ৮৯ লক্ষ ২৯ হাজার ১৬০। গত ২৪ ঘণ্টায় ৭১ লক্ষ ০৪ হাজার ০৫১ জনের টিকাকরণ হয়েছে।