শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের বাংলার বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে নিয়োগে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। বাংলার নানান বিদ্যালয়ে স্পেশ্যাল এডুকেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য। ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে।

জানা যাচ্ছে, নতুন বিধিতে ১০ বছরের জন্য ওএমআর শিট সংরক্ষণ করতে চায় রাজ্য। এছাড়াও জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওএমআরের ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি, ১০০টি শূন্যপদের জন্য এতদিন ১৪০ জনকে ডাকা হলেও, এবার থেকে সেই সংখ্যাটা কমতে চলেছে। ১৪০ জন নয়, এবার ১০০টি শূন্যপদের জন্য ১২০ জনকে ডাকা হবে।