তৈরী হচ্ছে করোনা নিয়ে নয়া ভয়ের কারণ

বিগত দুই বছরে কয়েকবার রূপ বদলেছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একের পর এক প্রজাতির সম্মুখিন হতে হয়েছে সাধারণ মানুষকে। এক সময় ডেল্টা প্রজাতি নিয়ে উদ্বেগের শেষ ছিল না। বহু মানুষ আক্রান্ত হয়েছে এই প্রজাতিতে, মৃত্যুও হয়েছে অনেক। এরপর হালে ওমিক্রন প্রজাতি এসে ডেল্টাকেও সংক্রমণের হারে ছাপিয়ে গিয়েছিল। তাতেও আক্রান্ত হয়েছে অনেক মানুষ যদিও মৃত্যু হার ওমিক্রনে কম ছিল। কিন্তু এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও ভয়ঙ্কর তথ্য দিল। দাবি করা হল, ওমিক্রন এবং ডেল্টা একসঙ্গে হানা দিচ্ছে মানব শরীরে! এই সংক্রমণ আরও ভয়ানক বলেই আশঙ্কা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, সম্প্রতি অনেক ক্ষেত্রেই এমন ঘটনার কথা তারা জানতে পেরেছে যেখানে করোনা আক্রান্তের শরীরে দুটি প্রজাতি একসঙ্গে হানা দিয়েছে। ডেল্টা এবং ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তাঁরা। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছিল, ‘ডেল্টাক্রন’-এ আক্রান্ত হওয়ার আশঙ্কা দিন দিন বেড়েছে। সেটাই এখন সত্যি হতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে। কারণ এখন এই সংক্রমণের প্রমাণ পাওয়া যাচ্ছে। বিজ্ঞানী এবং গবেষকরা বলছেন, করোনার দু’টি রূপ একসঙ্গে সংক্রমণ ঘটাচ্ছে, তার প্রচুর প্রমাণ পাওয়া গিয়েছে। আগামী দিনে এই সংক্রমণের পরিমাণ যে বৃদ্ধি পেতেই পারে তার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কিন্তু এই সংক্রমণ আদতে কতটা ভয়ানক? সেই তথ্য এখনও স্পষ্ট হয়নি কারণ ইউরোপ এবং আমেরিকা মিলিয়ে ১৭ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। তাদের আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইতিমধ্যেই আবার বিভিন্ন দেশে করোনার উপদ্রব বাড়তে শুরু করেছে। ইজরায়েল থেকে শুরু করে চিন, কোরিয়া থেকে ইউরোপের একাধিক দেশ নতুন করে বিরাট সংক্রমণ দেখছে। তাই কোভিড বিধি নিয়ে আরও কড়াকড়ি করা হচ্ছে। এই একই রকম আশঙ্কায় রয়েছে ভারতও। বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিএমার। তারা আরও কোভিড টেস্ট বাড়ানোর পরামর্শ দিয়েছে।