করোনার করাল গ্রাস যেন কিছুতেই কাটছে না। এক বছরেরও বেশি সময় ধরে তার প্রকোপ একের পর এক উৎসবে। করোনার প্রকোপে গেল বছরের চিত্রই আবার ফিরে আসবে এবছরও। আবারও করোনাভাইরাসের কোপ পড়ল পুরীর রথযাত্রা অনুষ্ঠানে। গতবছর করোনা অতিমারী পরিস্থিতিতে অনেক টালবাহানার পর মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল রথযাত্রা উৎসব। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে এই বছরেও একই রকমভাবে ভক্তদের ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। যে সমস্ত সেবাইতদের করোনা রিপোর্ট নেগেটিভ থাকবে ওই সময় শুধুমাত্র তাঁরাই রথযাত্রার নিয়ম পালনের অধিকারী হবেন বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
কঠোরভাবে মেনে চলা হবে যাবতীয় করোনাভাইরাস সংক্রান্ত রীতি। জানানো হয়েছে ওড়িশায় রথযাত্রা চলাকালীন পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। গত বছরের মতো এবারেও ভার্চুয়াল মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠান টেলিকাস্ট করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আরও একটি ভক্তশূন্য রথযাত্রাই দেখতে চলেছে জগন্নাথ ধাম।