ফের ছোট ফাপড়িতে হাতির হানা। এবার ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকেরা।পড়ুয়াদের নিয়ে মাঠেই ক্লাস শুরু করলেন শিক্ষিকারা।শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুলে লাগাতার হাতির হানা চলছেই। মিড ডে মিল এর ঘর ভেঙে সেখান থেকে চাল, ডাল সাবার করেছে হাতি।এর জেরে মঙ্গলবার থেকেই স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে রয়েছে।
মঙ্গলবার রাতেও স্কুলের কাছে হাতি আসে।এদিকে স্কুলে বাউন্ডারি ওয়ালের দাবি করে আসছেন অভিভাবকেরা। অবিলম্বে বিডিওকে স্কুলে আসার দাবি করেছেন অভিভাবককেরা।বুধবার সকালে স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকেরা
এরপর মাঠেই পড়ুয়াদের ক্লাস করানো হয়।এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জিও স্কুলে যান।স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।ডাবগ্রামের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার স্কুলে যান। রোজ রাতেই এলাকায় হাতির আনাগোনা রুখতে নজরদারি চালাচ্ছেন বলে জানান। এদিকে ওই স্কুলে কবে থেকে মিড ডে মিল শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।