কড়া নিরাপত্তায় মেরে ফেলা হয়েছে রাম মন্দির

ঘোষণার পর থেকেই তোড়জোড়ের সাথে এগিয়ে চলেছে মন্দির তৈরির কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশে বাবরি মসজিদের ধ্বংসস্তুপের উপর তৈরি সুরম্য রাম মন্দির। রাম জন্মভূমিতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুরু একের পর এক হুমকি প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক স্তরের জঙ্গি সংগঠনও রাম মন্দিরকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে।

সুতরাং, এই মন্দিরের সুরক্ষার ক্ষেত্রে বিন্দুমাত্র আপোষ করতে রাজি নয় নরেন্দ্র মোদি সরকারক। উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির সংক্রান্ত বিষয়ে একটি বড় পদক্ষেপ করেছে ভারত সরকার। জানা যাচ্ছে, এখন রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সিআইএসএফ-র হাতে। নিরাপত্তা ব্যবস্থা সঠিক রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখতে সম্প্রতি সিআইএসএফ ডিজি এবং অন্যান্য আধিকারিকরা রাম মন্দির পরিদর্শন করেন।

শুধু মন্দির চত্বর নয়, মন্দিরের গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বেও মোতায়েন রয়েছে সশস্ত্র সিআরপিএফ জওয়ান। মোতায়েন করা হতে পারে অ্যান্টি ড্রোন সিস্টেমও। গৃহমন্ত্রকের কড়া নির্দেশ, রাম মন্দিরের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের খামতি না থাকে।