দলে কি ফিরছেন কেষ্ট, উঠছে প্রশ্ন

Estimated read time 0 min read

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই গরু পাচার মামলায় গত শুক্রবার জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।

কেষ্ট জেল থেকে ছাড়া পাওয়ার পরও বীরভূমের দলের কোর কমিটির উপরেই আস্থা রাখল দলের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদে থাকলেও আগের মতো সাংগঠনিক সমস্ত কাজ পরিচালনা করবেন কোর কমিটি সদস্যরাই।

প্রসঙ্গত, অনুব্রত গ্রেফতারির পর লোকসভা ভোটের আগে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক ৫ সদস্যের এক কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অনুব্রত ফিরে আসতেই সেই কোর কমিটির উপরই আপাতত ভরসা রাখল তৃণমূল।

You May Also Like

More From Author