প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে, মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত?

হঠাৎ করেই এক প্রশ্ন উঠেছে মার্কিন মুলুকে। এই মুহূর্তে বাড়ছে জল্পনা, তবে কি এবার তার সন্তানের মতো তিনিও আক্রান্ত দুরারোগ্য ক্যান্সারে?  হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কি ক্যান্সারে আক্রান্ত? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এটি ভিডিওকে কেন্দ্র করে কার্যত তোলপাড় আমেরিকা। ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা গিয়েছে, আমার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার।

আর তারপরেই তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। তবে আসল ঘটনাটি কিন্তু সম্পূর্ণ আলাদা। সম্প্রতি হোয়াইট হাউজের তরফ থেকে মার্কিন প্রেসিডেন্টের এই ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। তাতেই স্পষ্ট হয়েছে গোটা ঘটনা।

জানা যাচ্ছে, ম্যাসাচুসেটসে গিয়ে তৈল শোধনাগারের ক্ষতিকারক দিক নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি জো বাইডেন বলেন, ‘আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম না। মা গাড়িতে নিয়ে যেতেন। কিন্তু কেন? বাতাসে এত তেল মিশে থাকত, যে গাড়ির কাচে ওয়াইপার চালিয়ে পরিষ্কার করতে হত।

সেই কারণেই আমার শরীরে ক্যানসার হয়েছে। শুধু আমি না, সেই সময়ের প্রচুর মানুষের শরীরেই ক্যানসার রয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্যানসার হয় ডেল্যাওয়ারের মানুষের।’ প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট একটি কয়লাখনিতে গিয়ে জলবায়ু সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে গিয়ে এই সমস্ত কথা বলেছেন। এরপরেই মাথাচাড়া দেয় বিতর্ক।

তবে সকালে হোয়াইট হাউজের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগে স্কিন ক্যান্সার ধরা পড়েছিল বাইডেনের। যদিও একেবারে প্রাথমিক পর্যায়ে সেটা ধরা পড়ে এবং তাঁর যথাযথ চিকিৎসাও হয়েছিল। সেই প্রসঙ্গই তিনি তাঁর বিবৃতিতে ক্যানসারের কথা টেনে এনেছেন। তবে বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি।

উল্লেখ্য দিন কয়েক আগে ৮০ বছরে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাম্প্রতিককালে তিনিই সর্বাধিক বয়স্ক আমেরিকার প্রেসিডেন্ট। ফলে অনেকেই বার্ধক্য জনিত কারণে মার্কিন প্রেসিডেন্টের যোগ্যতা এবং তাঁর কর্ম ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও সেই সমস্ত অভিযোগে ফুৎকারে উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউজ। প্রেসিডেন্টের অফিসের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ৮০ বছর বয়স হলেও মার্কিন প্রেসিডেন্ট সম্পূর্ণ সুস্থ।

অন্যদিকে ২০১৫ সালেই ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কথা বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বড় ছেলে বিউ বাইডেনের। দীর্ঘ রোগভোগের পর ২০১৫ সালের ১ জুন মাত্র ৪৬ বছর বয়সে মারা যান বিউ।