৪৩তম বর্ষে ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির এবারের পুজো বিগ বাজেটের।বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ এই দূর্গাপুজো আসতে বাকি আর মাত্র কটা দিন৷ তাই বাংলার বিভিন্ন এলাকায় সমস্ত দূর্গাপুজো আয়োজকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। ইন্দো-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম হল ফুলবাড়ির বটতলা দূর্গোৎসব কমিটির পুজো। এবছর তাদের পুজো ৪৩তম বর্ষের পদার্পণ করেছে৷ বিগত দুই বছর করোনা অতিমারীর কারনে খুব ছোট করে করতে হয়েছিল পুজো, তাই এবছর তারা ধুমধাম করেই পুজো করছেন। দুই বছর যেহেতু মানুষ বের হতে পারেনি বাড়ি থেকে তাই এবার তাদের পুজোর বাজেট বাড়িয়ে দিয়ে পুজোর আকর্ষন বাড়িয়ে দিয়েছেন তারা।