মিলল কাজের প্রতিশ্রুতি, রাজ্যের মহিলাদের বড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। এবার এই পুজোর আবহেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা! এবার ফেক ভিডিও ধরলেই মিলতে পারে পুরস্কার। শুধু তাই নয়, পেতে পারেন চাকরিও!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলছি যে মেয়েরা প্রথমে অপরাধ শনাক্ত করতে পারবে, ভুয়ো ভিডিওগুলো ফেক লিখে ফাস্ট পুলিশের কাছে পাঠাবে, তাঁদের জন্য ১০০টি পুরস্কার থাকবে। দরকার হলে তাঁরা চাকরিও পাবে’।

পুজোর আবহে রাজ্যের মহিলাদের হাতে মুখ্যমন্ত্রীর নয়া ‘দায়িত্ব’ তুলে দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। রাজনীতিকদের একাংশের মতে, সাম্প্রতিক অতীতে রাজ্যে একাধিক নারী নিগ্রহের ঘটনা ঘটেছে। পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে মহিলাদের। নারীদের মন জয় করতেই কি এই ‘বিশেষ’ ঘোষণা করলেন মমতা?