কমানো হলো প্রকল্পের টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী। প্রথমে এই প্রকল্পে চিকিৎসার পর রোগীদের বাড়ি ফেরত যেতে ৬০০ টাকা করে পরিবহন ভাতা দেওয়া হত। তারপর তা কমে হয় ৪০০। আর এবার এক ধাক্কায় তা অর্ধেক করল রাজ্য সরকার।

জানানো হয়েছে, ৬০০ বা ৪০০ নয়, এবার থেকে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে রোগীদের। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ৬০০ টাকা করে পরিবহন ভাতা পেতেন রোগীরা। সেই সময় প্রকল্প একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চলত। আর রাজ্য সরকার তাদের প্রিমিয়াম দিত।

অভিযোগ স্বাস্থ্যসাথী প্রকল্পে এই ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে। সম্প্রতি এই নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। তারপরই নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন। অনেকে আবার বলছে সরকারি ভাড়ারে টান পড়েছে। তাই সেইদিক সামাল দিতেই এই সিদ্ধান্ত।