বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল ভারত সফরে এসে নমোর সঙ্গে বৈঠকে সারলেন

গত মাসের শেষেই ঘোষণা করা হয়েছিল যে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সময় মতোই তিন দিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর ভারত সফরে এসে গতকাল অর্থাৎ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি।

জানা গিয়েছে, এই বৈঠকেই বিদ্যুৎ, রেল এবং সড়ক পথের ক্ষেত্রে মউ স্বাক্ষর করেছে দুই রাষ্ট্র। আগেই খবর মিলেছিল যে, এই সফরে ভারতের সঙ্গে একাধিক চুক্তি সাক্ষর করতে পারে বাংলাদেশ। সেই মতো মউ সাক্ষর হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে এসেছেন সেদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমিন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বেশ কিছু আধিকারিক। জানা গিয়েছে, মূলত দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েই আংশিক আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে, বন্ধুত্বের মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান সম্ভব।

মঙ্গলবার ছিল হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিন। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই তাঁকে সাড়ম্বর অভ্যর্থনা জানানো হয়। তার পর রাইসিনা হিলস চত্বরেই দাঁড়িয়ে তাঁর এ বারের ভারত সফরের প্রথম বক্তৃতা দেন শেখ হাসিনা। তিনি মন্তব্য করেন, ভারত বাংলাদেশের বন্ধু এবং তিনি যখনই এদেশে আসেন, তখনই তাঁর দারুণ ভাল লাগে। তিনি জানান, বন্ধুত্ব দিয়ে সব সমস্যার সমাধান করবে দুই দেশ।