দেশে করোনা পরিস্থিতিতে টিকাকর্মীদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি ভারতেও চলছে এই সংক্রমণের তান্ডব। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় ভারত প্রথম থেকেই টিকাকরণের ওপর জোর দিয়েছে। যে দিন থেকে টিকা দান শুরু হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই টিকা নিয়েছে বলেই দেখা গিয়েছে।

ইতিমধ্যে একাধিক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে দেশ, টিকাকরণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করেছে ভারতের। এবার আরও একটি মাইলফলক তৈরি করল ভারত। ২০০ কোটি টিকার ডোজ সম্পন্ন হয়েছে গত রবিবার। আর তাই জন্য দেশের সব টিকাকর্মীকে আলাদা আলাদা করে সম্মান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব টিকা কর্মীর নামে আলাদা করে চিঠি দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদী চিঠি দিয়ে সকল টিকা কর্মীকে জানিয়েছেন, তাঁদের জন্যই আজ দেশ ইতিহাস সৃষ্টি করতে পেরেছে। তারা না থাকলে এই জিনিস সম্ভব হত না। শহর থেকে গ্রাম, উষ্ণ মরুভুমি থেকে শীতল পাহাড়, সব জায়গায় টিকা কর্মীরা পৌঁছে গিয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ করেছে। পাশাপাশি তারা মানুষকে টিকার প্রয়োজনীতা নিয়ে বুঝিয়েছেও।

সেই কারণেই পৃথিবীর চোখে ভারতের টিকাকরণ অভিযান এত সফল হয়েছে বলে তাঁদের সকলকে কুর্ণিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতেই সব টিকা কর্মীকে আলাদা করে চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। উল্লেখ্য ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে কোভিড টিকাকরণ।

তবে এখন প্রশ্ন, এত টিকা কর্মীকে আলাদা আলাদা করে কী ভাবে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী? আসলে বিষয়টি হল, ‘কো-উইন’ অ্যাপে সব টিকা কর্মীদের অ্যাকাউন্ট আছে। সেখানে তারা নিজেদের লগ-ইন আইডি দিয়ে ঢুকলে এই চিঠি দেখতে পারে। তাঁদের প্রত্যেকের নামে লেখা চিঠি ওখান থেকেই ডাউনলোড করা যাবে।