আলু পেঁয়াজ সহ সমস্ত রকম সবজির দাম রীতিমতো আকাশছোঁয়া। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের প্রতিটি বাজারেই সবজির দামে আগুন। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার জলপাইগুড়ির বিভিন্ন সবজি বাজারে অভিযান চালালেন কৃষি বিপনন দপ্তর ও ডিইবি দপ্তরের আধিকারিকরা।
এদিন সকাল থেকেই অভিযান চলে জলপাইগুড়ির দিনবাজার সহ অন্যান্য বাজারে। ক্রেতাদের কাছ থেকে কিছুতেই সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। অভিযানে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বপন পাত্র, ডিএসপি ডিইবি টিটি ভুটিয়া, কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে প্রমুখ।
কৃষি বিপনন দপ্তরের আধিকারিক সুব্রত দে বলেন, বিভিন্ন রকমের সবজির দামের ক্ষেত্রে পাইকারি ও খুচরো দামে অনেকটাই ফারাক দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন আধিকারিকরা।