বাজার থেকে দাম বেশি, শপিং মলে হানা রাজ্যে প্রশাসনের

জলপাইগুড়ি:- জলপাইগুড়ির একটি শপিংমলে আলু ও পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আচমকাই ওই শপিং মলে অভিযান চালান জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ।শনিবার ওই শপিং মলে অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই উদ্যোগ নিয়েছেন।

বিভিন্ন জায়গায় সরকারি মূল্যে‌ ২৫ টাকা মূল্যে আলু ও ৩৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির‌ চেষ্টা চলছে। আবার খুচরো বাজারে ২৮- ৩০ টাকা দরে আলু বিক্রি হওয়ার কথা অথচ‌ দেখা যাচ্ছে জলপাইগুড়ির একটি শপিংমলে আলু বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৫২ টাকা কেজি দরে।

এই অভিযোগ পেয়ে শনিবার সকালে ওই শপিং মলে আচমকাই অভিযান চালান জেলা প্রশাসনের আধিকারিকরা।কেন এতো বেশি দামে আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তা‌ জানতে চান তারা। ওই শপিং মল থেকে আলু পেঁয়াজের নমুনা সংগ্রহ করা হয়।জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, ওই শপিং মলে কেন এতো বেশি দামে আলু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে তা‌ জানতে চাওয়া হয়েছে।