এই আমের দাম ভারতীয় টাকায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা,এবার এই আমের দেখা মিলল কোচবিহারে

বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি। এই আমকে মিয়াজাকি বলা হয় কারণ এটি জাপানের মিয়াজাকি শহরের একটি ফল। এটি বিশ্বের সবচেয়ে দামি আম, যার গঠন অনন্য এবং এর রং গাঢ় লাল বা বেগুনি। এই আমের দাম ভারতীয় টাকায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। এবার এই আমের দেখা মিলল কোচবিহারে। কোচবিহারের মাটিতে এই মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এক দম্পতি। অভিজিৎ সরকার ও রাখি সরকার নামে উত্তর খাগড়াবাড়ির বাসিন্দা এক দম্পতি নিজের বাড়ির বাগানে বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
অভিজিৎবাবু পেশায় পুলিশ আধিকারিক। বর্তমানে কোচবিহার কতয়ালি থানায় কর্মরত তিনি। অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী রাখিদেবী মিলে বাড়িতেই বাগান তৈরি করেছেন। হরেক রকমের গাছ রয়েছে তাদের সেই বাগানে। বিভিন্ন প্রজাতির আমের পাশাপাশি রয়েছে আপেল, আঙুর, স্ট্রবেরি, সবেদা, কমলা, মোসাম্বি, ড্রাগন ফল সহ বহু প্রজাতির ফল ও ফুলের গাছ।