করোনা আবহে বিগত বহুদিন বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেন৷ এক্সপ্রেসের পাশাপাশি রাজ্যে স্বাভাবিক লোকালও৷ কিন্তু করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে অস্বাভাবিক ভাবে বাড়ানো হয়েছিল প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ এতদিন পর ফের পুরনো দামে ফিরতে চলেছে প্ল্যাটফর্ম টিকিট৷ দাম কমামোর পথে হাঁটল ভারতীয় রেল৷ এবার থেকে আগের মতোই ১০ টাকায় মিলবে প্ল্যাটফর্ম টিকিট৷
করোনার দাপটে গত বছর মার্চ মাসে দেশ জুড়ে জারি হয় লকডাউন৷ বন্ধ হয়ে যায় রেল পরিষেবা৷ পরে ট্রেন চালু হলেও স্টেশনে অবাঞ্ছিত ভিড় রুখতে বাড়িয়ে দেওয়া হয় প্ল্যাটফর্ম টিকিটের দাম৷ তবে আপাতত দেশে অনেকটাই স্বাভাবিক করোনা পরিস্থিতি৷ তাই পুরনো দামেই এবার প্ল্যাটফর্ম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল৷ পাশাপাশি ট্রেনে আগের মতোই চালু হয়েছে প্যান্ট্রিকার৷
চলতি মাসের গোড়ার দিকে একটি বিবৃতিতে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছিল, পুরনো ছন্দে ফিরতে চলেছে রেল পরিষেবা। যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এবং পর্যায় ক্রমে প্রাক-করোনাভাইরাস পর্যায়ে ফিরে যেতে সাতদিন টানা ছ’ঘণ্টার জন্য রাতে ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ বন্ধ রেখেছিল রেল৷ তবে কবে থেকে ফেরে স্বাভাবিক ফর্মে ছুটবে ট্রেন তা এখনও নির্দিষ্ট ভাবে জানানো হয়নি। রেলের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘আঞ্চলিক রেলওয়েগুলিকে (জোনাল রেলওয়ে) নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ কার্যকর করার কথাও বলা হয়েছে৷ তবে সেই প্রক্রিয়া চালু হতে দু’-একদিন সময় লাগবে।’