দিন প্রতিদিন বেড়ে চলেছে জিনিসপত্রের দাম, পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। এই পরিস্থিতিতে সবজির দাম আকাশছোঁয়া। কিন্তু সেই ধাক্কা সামলানোর আগেই উপস্থিত নতুন চিন্তা। জানা গেল, এবার সরষের তেলের দামে বড়সড় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গত ১৫ দিনে পাইকারি বাজারে সরষের তেলের দাম কেজি প্রতি ১০ টাকা করে বেড়েছে। পাইকারি বাজারে গত ১৫ দিন আগে এক কেজি সরষের তেলের দাম ছিল ১১৫ টাকা। কিন্তু আজ পাইকারি বাজারে সেই দাম পৌঁছে গিয়েছে ১২৫ টাকায়। এমতাবস্থায় সরষের তেলের মার্চেন্টরা দাবি করছেন, এই মুহূর্তে খুচরো বাজারে দোকানদাররা প্রতি কেজিতে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি করতে পারেন সরষের তেল।
পাশাপাশি, ব্যবসায়ীদের একাংশ আবার মনে করছেন যে, সরষের তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই তেলে ভেজালের সম্ভাবনাও বেড়ে যায়। যদিও, এই দাম বৃদ্ধির ফলে যে সাধারণ মানুষের খরচ বাড়তে চলেছে সেটি অবশ্যই স্পষ্ট হয়ে গিয়েছে।