একধাক্কায় আরও অনেকটা কম হল ইলিশের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। শ্রাবণের প্রারম্ভে বাঙালির জন্য সুখবর কমতে শুরু করেছে ইলিশ মাছের দাম।

কলকাতা ও তার পার্শ্ববর্তী বাজারগুলিতে দেদার বিকোচ্ছে ইলিশ মাছ। চলতি বছর মাছের হটস্পট হয়ে উঠেছে দিঘা, বকখালি, কাকদ্বীপ, নামখানা, ডায়মন্ড হারবারের মত জায়গাগুলি। এইসব জায়গা থেকে প্রচুর ইলিশ উঠছে মৎস্যজীবীদের জালে। যার ফলে কলকাতা, হাওড়ার বাজারগুলিতেও ইলিশ ঢুকছে দেদার।

উল্লেখ্য, এইসময় মানিকতলা-বালিগঞ্জের বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশ এখন ৬০০-৬৫০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এদিকে ৯০০ থেকে ১ কিলো ইলিশের দর রয়েছে প্রায় ১,০৫০-১,২০০ টাকা। ১ কিলো থেকে বড়ো ইলিশ অপনি পেয়ে যাবেন ১,৩৫০-১,৪০০ টাকায়। মাছের অফুরান জোগান থাকার কারণেই এক ধাক্কায় ৩০ শতাংশ দাম কমে গিয়েছে ইলিশ মাছের।