মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে বেশ অনেকটা কম হল ইলিশের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বর্ষার কারণে কিছুটা যেন স্বস্তি মিলল। অবশেষে মধ্যবিত্তের নাগালে চলে এল মাছের রাজা। দমদম, নাগেরবাজার, কলকাতা এয়ারপোর্ট ২ নম্বর এলাকায় ইলিশের দাম নেমে এসেছে ৫০০ থেকে ৬৫০ এর মধ্যে।

যদিও এইসব ইলিশ মোটামুটি এক একটি ৩৫০-৪৫০ গ্রাম। এর থেকে বড় সাইজের ইলিশের দাম একটু বেশি, প্রায় ৭০০ টাকা কেজি। এবার একটু সস্তা হল ইলিশ। তার সাথে মুরগির দামও কমেছে খানিকটা। বর্তমানে চিকেনের বাজারদর ১৮০ টাকা কেজি।

জানা যাচ্ছে, গত মঙ্গলবারই দীঘার মোহনায় প্রায় ৩০ টন ইলিশ বিক্রি হয়েছে। সেই ইলিশ ছড়িয়ে পড়েছে গোটা বাজারে। এর আগেও একবার ১০ টন ইলিশ এসেছিল দীঘার তীরে। সবে মিলিয়ে পশ্চিমবঙ্গে ইলিশের জোগান এখন ভালোই। তার সাথে আশার আলো দেখিয়েছে কাঁচা লঙ্কাও। দাম খানিকটা হলেও কমেছে। যদিও টমেটো এখনও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে।