কমতে পারে সোনার দাম

দিন প্রতিদিন দাম বেড়ে চলেছে সোনার। এই পরিস্থিতিতে বড় সুখবর। এবার ভারত শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহী থেকে স্বল্প শুল্কে ১৪ কোটি টন সোনা আমদানি করতে পারে বলে জানা গিয়েছে। মূলত, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় এই আমদানি করা হবে। ভারত কোটা পদ্ধতির মাধ্যমে ১৪ কোটি টন সোনা আমদানির জন্য একটি নতুন উইন্ডো খুলবে।

পাশাপাশি, এর অধীনে আমদানির অনুমতিও দেওয়া হবে। এই প্রসঙ্গে বৈদেশিক বাণিজ্যের জেনারেল ডিরেক্টর সন্তোষ সারঙ্গী গত বৃহস্পতিবার জানিয়েছেন যে, ভারত-UAE Comprehensive Economic Partnership Agreement-এর ভিত্তিতে পুরোনো এবং নতুন আবেদনকারীদের জন্য সোনার TRQ বরাদ্দ করা হবে সংশোধিত সরলীকৃত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে। যার ফলে ভারতীয় আমদানিকারকদের কাছে বিষয়টি আরও সহজ হবে।

ভারত ২০২৩-২৪ অর্থবর্ষে UAE থেকে মোস্ট ফেভারড নেশন হারের বিপরীতে ১ শতাংশ শুল্ক ছাড় দিয়ে ১৪ কোটি টন সোনা আমদানি করতে পারে। এই প্রসঙ্গে, গত বছর ১১০ মেট্রিক টন সোনা ছাড়ের সাথে আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। এর মধ্যে আমদানি হয়েছে মাত্র ৮১ লক্ষ টন।