দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। দাম কমল রান্নার গ্যাসের। দেশজুড়ে কমল রান্নার গ্যাসের দাম। এবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা কম দিতে হবে।
তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭৯৭ টাকা হয়েছে। আগে ছিল ১৮০৪ টাকা। শহর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯১১ টাকা থেকে কমে হয়েছে ১৯০৭ টাকা। মুম্বাইতে এই এলপিজি সিলিন্ডার ১৭৫৬ টাকা থেকে কমিয়ে ১৭৪৯ টাকা হল পয়লা তারিখ থেকে।
চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫৯. ৫০ টাকা। তবে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে কোনো হেরফের হয়নি। অর্থাৎ গ্যাসের দাম কমলেও এতে আম জনতার হেঁশেলে বা পকেটে চাপ কমল না সরাসরি।