দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মাসের প্রথম দিন এক ধাক্কায় দাম বাড়লো রান্নার গ্যাসের। ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম। যার জেরে আরও অস্বস্তি বাড়ল আম জনতার।
জানিয়ে রাখি, সিলিন্ডার পিছু ৬১ টাকা দাম বাড়ল ১৯ কেজির এলপিজি-র। এই নিয়ে পরপর টানা ৪ মাস গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গুনতে হবে ১৯১১ টাকা ৫০ পয়সা। তবে মধ্যভিত্তের হেঁসেলে বাড়তি চাপ আসেনি।
১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। ৮২৯ টাকাতেই মিলবে। উল্লেখ্য, গৃহস্থের বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার হয়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার হোটেল-রেস্তোরাঁর কাজেই মূলত ব্যবহার করা হয়।