প্রতিনিয়ত বাড়তে থাকা বাজারদরের মাঝে আবার নতুন করে বাড়ল চাপ। মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ কার্যকর করা হয়েছে হয়েছে নয়া দাম৷ নয়া দাম অনুসারে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হলে, গুণতে হবে ১,১২৯ টাকা। গত বছর অর্থাৎ ৬ জুলাই শেষ বার দাম বেড়েছিল রান্নার গ্যাসের।
হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও মার্চ মাস থেকে ৩৫২ টাকা বেড়ে ২২২১.৫০ টাকা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, খাদ্য এবং অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই দিশেহারা অবস্থা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারগুলির। ওষুধের খরচ বেড়ে গিয়েছে বহুগুণ৷ পেট্রল-ডিজেলের দামও চড়া৷ ফলে বেড়ে গিয়েছে যাতায়াতের খরচও। এরই মধ্যে বাড়ল রান্নার গ্যাসের দাম৷ ফলে বাড়ল সংসার খরচও৷ এই মূল্যবৃদ্ধির জেরে সমস্যায় পড়তে পারে বহু মানুষ।
কোভিডকালে আয় কমেছিল প্রচুর মানুষের৷ অনেকেই চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছিলেন৷ তার উপর মহার্ঘ্য হল অপরিহার্য জ্বালানির দাম৷ এরই মধ্যে সিলিন্ডারে সরকারি ভর্তুকিও কোথাও একেবারেই মেলে না, কোথাও মেলে নামমাত্র। এর পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডারের বর্ধিত দামের বোঝাও কিন্তু ঘুরপথে হোটেল-রেস্তরাঁয় খেতে যাওয়া সাধারণ মানুষের ঘাড়েই চাপবে৷