লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দফায় দফায় কমছে রান্নার গ্যাসের দাম। উল্লেখ্য, এর আগে ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রয়াত্ত সংস্থাগুলি। ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল প্রায় ২০০ টাকা।
তবে অগাস্টের শেষে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল প্রায় ২০০ টাকা। সেইসময় কলকাতায় রান্নার গ্যাসের দাম কমে হয় ৯২৯ টাকা। অন্যদিকে যারা উজ্জ্বলা যোজনার উপভোক্তা তাদের একটি সিলিন্ডারের জন্য দিতে হচ্ছিল মাত্র ৭২৯ টাকা। আর তারপরেই অক্টোবর মাসে এল বড় খবর।
উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য আরও ১০০ টাকা ভর্তুকি বাড়ালো সরকার। অর্থাৎ প্রায় ৩০০ টাকা ভর্তুকি পাবে গ্রাহকরা। ১৪.২ কেজি গ্যাসের জন্য উপভোক্তাদের দিতে হবে মাত্র ৬২৯ টাকা। এই স্কিমের আন্ডারেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠিয়ে দেবে সরকার।