মাসের শুরুতেই বাড়লো পাউরুটির দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আবার বৃদ্ধি পেতে চলেছে পাউরুটির দাম। বর্তমান সময়ে ৪০০ গ্রাম পাউরুটি বিক্রি হয় ৩২ টাকায় ৫ জানুয়ারি থেকে সেই ৪০০ গ্রাম পাউরুটি বিক্রি হবে ৩৬ টাকায়।

অন্যদিকে, ২০০ গ্রাম পাউরুটির দাম বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৮ টাকায়। অন্যদিকে আবার ১০০ গ্রাম ওজনের পাউরুটির দাম বৃদ্ধি পাবে ৯টাকা ৫০ পয়সা। উল্লেখ্য, দু বছর আগে শেষবার পাউরুটির দাম বৃদ্ধি পেয়েছিল। একটি বৈঠক করে পাউরুটির দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন “দা জয়েন্ট অ্যাকশন কমিটি’র” সম্পাদক ইমরান আলি।

তিনি জানিয়েছেন, বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কেবলমাত্র পাউরুটির দাম বৃদ্ধি করা হচ্ছে। পাউরুটি তৈরি করতে যে সকল কাঁচামালের প্রয়োজন, সেই প্রয়োজনীয় কাঁচামালের ব্যাপক মূল্য বৃদ্ধি ঘটেছে।