বাড়ছে চাপ, ইডির নজরে সায়নীর টাকার উৎস

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চার শিরোনামে এখন অভিনেত্রী তথা তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। ৫ই জুন ফের ডাক পড়েছে তার।

জানা যাচ্ছে, এবার ইডির আতসকাঁচের নীচে সায়নীর অ্যাকাউন্টে থাকা ১৯ লক্ষ ৩৮ হাজার ১৯৫ টাকা। ২০২১-এ বিধানসভা ভোটে যখন তিনি তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন তখন মনোনয়নে উল্লেখ ছিল, সায়নীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৯ লক্ষ টাকা। টাকার উৎস জানতে মরিয়া ইডি।

গোয়েন্দারা সায়নীকে সেই টাকার উৎস নিয়ে প্রশ্ন করলে সায়নী জানায় সেই টাকা তার ও পরিবারের সঞ্চয়, অর্থাৎ জমানো অর্থ। আবার অন্যদিকে, ২১এ নির্বাচনী হলফনামায় সায়নী উল্লেখ করেছিলেন সেই টাকা তার মায়ের। তার থেকেই ঋণ নিয়েছিলেন। সায়নীর দু জায়গায় দুরকম এই বয়ানই এখন তদন্তকারীদের হাতিয়ার। যদি সেই টাকা সায়নীর মায়েরই হয় তবে তার উৎস জানতে চায় তদন্তকারী সংস্থা।