বাড়ছে চাপ, সব বাস বাতিল না করার আর্জি পরিবহন দফতরের তরফে

Estimated read time 1 min read

বিগত বেশ কিছু দিন ধরে চলছে দ্বন্দ্ব। আজ থেকে বেশ কিছু বছর আগে এক পরিবেশকর্মীর করা মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না।

গ্রিন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী, ১৫ বছরের পুরনো বাস বা বাণিজ্যিক পরিবহণ চালানো যায়না। ফলত অগাস্ট মাসেই বহু বাস বাতিল করে দিতে হয়েছে। তবে যদি ১৫ বছর পরেও বাণিজ্যিক বাস ‘ফিট’ থাকে তাহলে তা চলাচলের মেয়াদ বৃদ্ধি করা হোক, দাবি তুললেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের পরিবহণ দপ্তর। বাস মালিকদের একটা বড় অংশের দাবি, কোভিডকালে কারণে দু’বছর রাস্তায় নামেনি সব বাস। এমন অনেক বাস রয়েছে যা ১৫ বছর পরও ফিট। এই আবহে আদালতে কোনো সমাধান সূত্র বেরোলে বাস মালিক ও আমজনতা দুয়েরই উপকার হবে।

You May Also Like

More From Author