চাপ বাড়ছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওপর

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এবার সেই পার্থর নিরাপত্তা সুনিশ্চিতকরণের সওয়াল তোলা হল। তাঁকে চিরতরে সরিয়ে দিতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি এমনই দাবি তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন জানালেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত।

একইসঙ্গে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। জ্যোতির্ময় চিঠিতে লেখেন, ‘এসএসসি মামলায় মূল অভিযুক্ত, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে। রাজ্য সরকার চালিত এসএসকেএম থেকে উনি নিজেকে বেসরকারি হাসপাতালে সরিয়ে নিয়েছেন। অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল নেতাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এসএসকেএম। সাম্প্রতিক ট্রান্সফার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে’।