চাপ বাড়ছে প্রাক্তন পুলিশের কমিশনের

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনের বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা।

এই মামলার শুনানি নিয়ে কোনওরকম বাধা নেই বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে FIR রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের আইনজীবীকে নোটিস দেওয়ার নির্দেশ দেন।

বর্ষীয়ান আইনজীবী মহেশ জেটমালানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিনীত গোয়েলের মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানান। আইনজীবী আরও বলেন, উচ্চ আদালতে এই মামলার শুনানির পথে কোনও বাধা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।