রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে খারিজ হয়ে গেল নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন। আর সেই সঙ্গেই আপাতত আরও কিছুদিন জেলেই থাকতে হবে তাকে।
ইডি’র বিশেষ আদালত প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর জামিনের আবেদন খারিজ করে দেয়। অর্পিতার আইনজীবী আদালতে দাবি করেন, বঙ্গে নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তার মক্কেল অর্পিতা মুখোপাধ্যায় এই বিষয়ে কিছুই জানতেন না। তিনি কেবলমাত্র পরিস্থিতির শিকার। একেবারেই নির্দোষ।
তবে প্রথম থেকেই সেই জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি। গোয়েন্দা সংস্থার আইনজীবী পাল্টা আদালতে জানায়, এভাবে দুর্নীতির দায় অস্বীকার করতে পারেন না অর্পিতা। ইডি তরফে আদালতে অর্পিতার জামিনের বিরোধীতা করা হয়। সব মিলিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘাড়ে সমস্ত দোষ চাপিয়েও লাভের লাভ কিছুই হল না।