বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রায় ১৫ মাস জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কেটেছে তাঁর। তবে সম্প্রতি বালু জামিন পেয়েছেন। জেলমুক্তির পর ধীরে ধীরে রাজনীতির আঙিনায় সক্রিয় হয়ে উঠছেন হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। এই আবহে বড় পদক্ষেপ নিল ইডি।
এই মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে ইডি। সেখানে নাম রয়েছে হাবড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শান্তনু ভট্টাচার্যের। শান্তনু ছাড়াও ইডির চার্জশিটে নাম রয়েছে আরও দু’জনের। তাঁরা হলেন সুব্রত ঘোষ এবং হিতেশ চন্দক। সুব্রত এবং হিতেশ দু’জনেই চালকল মালিক।