আবার বাড়লো চাপ, একদিনের স্বস্তির পর আজ সায়গলের মামলার রায়দান আদালতে

Estimated read time 0 min read

সাময়িক ভাবে চাপ বাড়লেও এবার স্বস্তি পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের। গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনের করা মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট। শুনানিতে তাকে একদিনের স্বস্তি দেওয়া হয়েছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা হবে বলে জানান হয়েছে।

গরু পাচার মামলায় দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়েছিল, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়ের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সায়গল। দিল্লি হাইকোর্ট এই ইস্যুতে জানিয়েছিল, আগামী ২৪ ঘণ্টা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। অর্থাৎ এখনই সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আজ রায় কী দেয় আদালত সেই দিকেই তাকিয়ে সকলে।

গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ইডি যুক্তি দিয়ে জানিয়েছিল, যেহেতু মূল মামলা নয়াদিল্লির এবং অফিসাররা নয়াদিল্লি থেকেই আসছেন তদন্ত করতে, তাই সায়গলকে নয়াদিল্লিতে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া দরকার। তবে এই যুক্তি সহজে মানতে চায়নি কলকাতা হাইকোর্ট। কিন্তু দিল্লির আদালতের রায় পাওয়ার পর তৎপরতা শুরু করে ইডি। এখন আপাতত সবই স্থগিত।

You May Also Like

More From Author