আদালতে ডেকে পাঠানো হলো পর্ষদ সভাপতিকে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের টেট সংক্রান্ত মামলার জের। আদালতের প্রায় ১ মাস আগে নির্দেশ এখনও কার্যকর হয়নি। এই অভিযোগ নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টেট-উত্তীর্ণ এক যুবক।

তার অভিযোগ শুনেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে আদালতে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ দুপুর ৩টায় তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। জরুরি তলব পেয়ে ঠিক সময়েই কলকাতা হাই কোর্টে আসেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি।

মামলাকারী ওই যুবক ২০১৬ সালের টেট পরীক্ষা দেন। প্রাথমিকভাবে তিনি উত্তীর্ণ হননি বলে জানলেও পরে জানা যায়, তিনি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ২০২০ সালে ওই পরীক্ষার নিযোগ পক্রিয়া শুরু হয়। এরপরেই ন্যায্য দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।