ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, বদল আসছে পদে। একজন বা দু’জন নয়, একেবারে তিনজন, তাও তিন মাসের মধ্যে। সুপ্রিম কোর্ট নতুন ইতিহাস রচনা করতে চলেছে। মাত্র ৭৬ দিনের ব্যবধানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসবেন তিনজন। হ্যাঁ এমন ঘটনাই ঘটতে চলেছে। যদিও ইতিহাসে এই রকম ব্যাপার প্রথমবার ঘটছে না। এর আগেও সুপ্রিম কোর্টের ইতিহাস এমন ঘটনা আছে। তারই পুনরাবৃত্তি হতে চলেছে।
আসলে এখন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা। তিনি অবসর নিতে চলেছেন আগামী ২৬ অগাস্ট। তাঁর পর প্রধান বিচারপতি হবেন বিচারপতি উদয় ইউ ললিত। এদিকে তিনি আবার আগামী নভেম্বর মাসে পদত্যাগ করবেন। তিনি পদত্যাগ করলে তখন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি পদে আসবেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। আপাতত সূত্র তাই বলছে। অর্থাৎ ৭৬ দিনের মধ্যে তিন জন প্রধান বিচারপতি হচ্ছেন সুপ্রিম কোর্টের। এই নিয়ে এই ধরণের ঘটনা দেশের এই নিয়ে দ্বিতীয়বার ঘটছে। এর আগে এমন ঘটনা হয়েছিল ১৯৯১ সালে।
সেই সময়ে নভেম্বর থেকে ডিসেম্বর, মাত্র এক মাসের মধ্যেই দেশে তিনজন প্রধান বিচারপতি এসেছে। বিচারপতি রঙ্গনাথ মিশ্র ২৪ নভেম্বর প্রধান বিচারপতি হিসাবে অবসর গ্রহণ করলে তাঁর জায়গায় আসেন বিচারপতি কমল নারায়ণ সিং। এরপর ১২ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে তাঁর বদলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন বিচারপতি এমএইচ কানিয়া বিচারপতি সিং।