যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ক্ষপ্পরে পরে মোবাইল ও নগদ খোয়ালো এক টোটো চালক। গত বৃহস্পতিবার গভীর রাত্রে এনজেপিতে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলো জটিয়াকালীর বাসিন্দা সরিফুল হুসেন নামে এক টোটো চালক।সেই সময় এনজেপি থানার হাতে গোনা দুরত্বে ডিএস কলোনির সামনে স্কুটি নিয়ে এসে দুই যুবক টোটোটিকে দাঁড় করিয়ে তাকে প্রথমে মারধর করে এবং পরে এনজিপি নেতাজি মোড় এলাকায় নিয়ে গিয়ে টোটো ওয়ালার কাছে থাকা ২০০০ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী।
শুক্রবার টোটোর নাম্বার সহ এনজেপি থানায় ওই টোটো চালক সরিফুল হুসেন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ শুক্রবার রাতে রেল হাসপাতাল মোড় থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকেনগদ টাকা উদ্ধার হলেও মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
ধৃতরা হল অমরদীপ সোনি ও এমডি আলী রাজা। তারা এনজেপি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই এই দুই অভিযুক্ত অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।