পাচারের আগে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার চার জনকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ। পরিকল্পনা ছিল মালদা থেকে ব্রাউন সুগার এনে শিলিগুড়িকে করিডর করে কোচবিহারে পাচার করার। তবে তার মাঝে হাত বদলের আগেই এক মহিলা সহ চারজন গ্রেফতার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, মালদা থেকে সায়েম শেখ, আনোয়ার শেখ,ও সুভাষ বর্মন ওই মাদকগুলি নিয়ে কুচবিহারে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি পোড়াঝার এলাকায় এসে কুচবিহার নিবাসী সুমিত্রা বর্মনের হাতে ওই মাদক তুলে দিতেই হাতেনাতে তাদের ধরে ফেলে পুলিশ। ধৃতদের গ্রেফতার করে এনজেপি থানা নিয়ে আসা হয়। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।