শিলিগুড়ি শহরে চুরি ছিনতাই এর ঘটনা অব্যাহত।প্রতিটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা ধরা পড়ার পরেও নতুন নতুন অপরাধের ঘটনা সঙ্ঘবদ্ধ করছে দুষ্কৃতী দল।আর এটাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার পুলিশের।ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে ইস্টার্ন বাইপাসের কাছেই একটি হার্ডওয়ারের দোকানের টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র চুরি করে পালায় দুষ্কৃতী দল।এই ঘটনার অভিযোগ থানায় জমা পড়তেই তদন্তে নামে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে সোমবার রাতে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ রোশন বর্মন এবং হরেন দাস নামে ২ দুষ্কৃতিকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রোশন বর্মনের বাড়ি চয়ন পাড়া এলাকায় এবং হরেন দাসের বাড়ি ভক্তিনগর থানার আমতলা এলাকায়।ধৃত দুজনের বিরুদ্ধে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ৮থেকে ১০টি অভিযোগ রয়েছে।দীর্ঘদিন ধরে পুলিশ এই দুই অভিযুক্ত কে খুঁজে বেড়াচ্ছিল।অবশেষে সোমবার রাতে মিলে গেল সাফল্য।শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় একাধিক চুরি এবং ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে।রবিবার রাতে ইস্টার্ন বাইপাস এলাকার থেকে চুরি যাওয়া হার্ডওয়ার দোকানের নানান সামগ্রী সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করবে ভক্তিনগর থানা।