ডাকাতির ছক বানচাল করলো পুলিশ, ধৃত ৪

উদ্দেশ্য ছিল ডাকাতি, তবে পুলিশের তৎপরতায় ভেসতে গেলো ডাকাতির ছক। সোমবার রাতে শিলিগুড়ি সেবক রোডে পিসি মিতাল বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় জমায়েত হয় বেশ কয়েকজন যুবক। তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর যায় বড়োসড়ো ষড়যন্ত্র নিয়ে আসছে বেশ কয়েকজন যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ পিসি মিতাল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশকে আসার আভাস পেয়ে গা ঢাকা দেয় কয়েকজন৷ তবে ৪জন যুবককে হাতেনাতে ধরে ফেলে ভক্তিনগর থানার পুলিশ। এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংগতি পাওয়ায় আটক করা হয় চার যুবককে। চালানো হয় তল্লাশি। তল্লাশিতে পুলিশের চক্ষু চড়ক গাছ ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি ধারালো সরঞ্জাম। সাথে সাথে গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর তোদের উদ্দেশ্য ছিল ধারালো সরঞ্জাম নিয়ে ডাকাতির৷ তবে শিলিগুড়ি পুলিশের তৎপরতায় ভেস্তে যায় ডাকাতির ছক। পুলিশ সূত্রে আরো খবর চারজন শহর শিলিগুড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। মৃতদের এদিন বিচারের জন্য জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এছাড়াও এ ঘটনার সাথে আর কারা জড়িত তদন্ত নেমেছে পুলিশ পাশাপাশি ঘটনাস্থল থেকে গা ঢাকা দেওয়া যুবকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।