ভিআইপি রোডের ট্র্যাফিক ব্যবস্থা মসৃণ রাখতে বিধাননগর পুলিশের তরফে শ্রীভূমি স্পোর্টিংয়ের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ পঞ্চমী থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে ‘বুর্জ খলিফা’র অভিজ্ঞতা এবং ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখা নিয়ে নতুন করে আর বিতর্কে জড়াতে চাইছেন না শ্রীভূমির পুজো উদ্যোক্তারাও।
সূত্রের খবর, আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এ বার তারা আলো ও ধ্বনির খেলায় অনুমতি দেয়নি। কিন্তু পরীক্ষামূলক ভাবে বার কয়েক সেটি চালু করতে গিয়ে উদ্যোক্তারাও জানিয়েছেন, রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ায় ভিড় বাড়ছিল। তাই বৃহস্পতিবার থেকে সেটি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। গত শনিবার মহালয়ার রাতে শ্রীভূমির মণ্ডপ খুলে দিতেই জনতার ঢল নামে।
শনি ও রবিবার ভিআইপি রোড ও ইএম বাইপাসে তীব্র যানজট হয়। বিধাননগর কমিশনারেট জানান, শনিবার নির্ধারিত সময়ের চার ঘণ্টা পরে মণ্ডপ খুলে দেওয়া হয়েছিলো। তত ক্ষণে ভিড় বাড়ছিল, যা মহালয়ার দিনে কল্পনা করা যায়না।ফলে নির্দিষ্ট বাহিনীর পক্ষে তা সামলানো অসম্ভব হয়ে পড়ে।যার জন্য বাড়তি পুলিশবাহিনী আনিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।