ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় বিমান অবতরণ করেনি বাগডোগরা বিমানবন্দরে

ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর তার জেরেই বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর এখন পর্যন্ত ১০টি বিমান অবতরণ করেনি বিমানবন্দরে। এখন পর্যন্ত কলকাতা বেঙ্গালুরু, মুম্বাই , হায়দ্রাবাদ ও দিল্লির বিমান আকাশে রয়েছে। এতেই দূর্ভোগে পড়েছে যাত্রীরা। বিমানবন্দর সূত্রে খবর আজ দৃশ্যমানতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমান পরিষেবা স্বাভাবিক হবে। তবে মুম্বাইয়ের বিমানটি গুয়াহাটিতে পাঠানো হয়েছে।