ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আর তার জেরেই বাগডোগরা বিমানবন্দরে ওঠানামা করেনি কোনো বিমান। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর এখন পর্যন্ত ১০টি বিমান অবতরণ করেনি বিমানবন্দরে। এখন পর্যন্ত কলকাতা বেঙ্গালুরু, মুম্বাই , হায়দ্রাবাদ ও দিল্লির বিমান আকাশে রয়েছে। এতেই দূর্ভোগে পড়েছে যাত্রীরা। বিমানবন্দর সূত্রে খবর আজ দৃশ্যমানতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিমান পরিষেবা স্বাভাবিক হবে। তবে মুম্বাইয়ের বিমানটি গুয়াহাটিতে পাঠানো হয়েছে।