ব্যাঙ্ককর্মীদের অনুমতি মিলল রেলের তরফে

অনুমতি চাওয়া হয়েছিল অনেকবার। অনুমোদন চাওয়া হয়েছিল রাজ্যের তরফে। রেলের কাছে চিঠি পাঠিয়েছিল রাজ্য। অবশেষে শেষ পর্যন্ত অনুমোদন মিলেছে রেলের তরফে। ব্যাংক কর্মীরা স্টাফ স্পেশাল ট্রেন ছাড়ার অনুমতি পেয়েছেন। অনুমতি দিয়ে রেল জানিয়েছিল মান্থলি কেটেই ব্যাংক কর্মীদের যাতায়াত করতে হবে। সেই মতই আজ থেকে ব্যাংক কর্মীরাও স্পেশাল ট্রেনের সওয়ার হতে পারছেন। স্টেশন ম্যানেজার টিটি সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের কাছেপূর্ব রেলের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এই অনুমতি পাঠিয়েছেন। অন্যদিকে, সংক্রমণ খানিকটা নিম্নমুখী হতেই আবার কবে থেকে রেল পরিষেবা চালু করা হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে রেল কিছু সদর্থক ইঙ্গিত দিতে না পারলেও রাজ্য সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে।