রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে রাজ্যে আরও বাড়ল বিধিনিষেধের মেয়াদ৷ ১৫ জানুয়ারি শনিবার থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বহাল থাকবে কোভিড বিধি৷ শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্নের তরফে জানানো হয়েছে৷ তবে বর্ধিত মেয়াদে বিয়েবাড়ি ও মেলা সংগঠনে কিছু ছাড় দেওয়া হয়েছে৷
বিধিনিধেষ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে একই সময় সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এই দুটোর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময়ে উপস্থিত থাকতে পারবেন। এছাড়াও বলা হয়েছে, কঠোর কোভিড বিধি মেনে খোলা আকাশের নীচে মেলার আয়োজন করা যাবে৷ জেলা প্রশাসন, পুলিশ কমিশনারেট এবং স্থানীয় প্রশাসন গোটা বিষয়ের উপর নজর রাখবে৷
করোনার গ্রাফ উর্ধ্বমুখী হতেই সংক্রমণ রুখতে গত ২ জানুয়ারি রাজ্যে নতুন করে কোভিড বিধি জারি করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী৷ প্রথমে বলা হয়েছিল, ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। ৫০ শতাংশ হাজিরা নিয়ে সরকারি অফিস চলবে। সম্পূর্ণ বন্ধ থাকবে জিম, সুইমিং পুল, সেলুন। কিন্তু পরে কিছুটা নিয়মের বদল আনা হয়৷ অর্ধেক ক্রেতা নিয়ে সেলুন খোলার নির্দেশ দেয় রাজ্য সরকার। তেমনই লোকাল ট্রেন চালানো নিয়েও নির্দেশিকায় বদল আনা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল সন্ধে ৭টায় শেষ লোকাল যাবে৷ পরে তা বাড়িয়ে রাত ১০টা করা হয়।