দোল উৎসবের মেতে উঠলো কোচবিহারবাসী

দোল উৎসবের মেতে উঠল কোচবিহার। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে সকাল থেকেই ভিড় পড়েছে দর্শনার্থীদের। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন কে প্রথমে আবির ছোয়ানোর পর কোচবিহার বাসী শুরু করে আবির খেলা। রাজ আমল থেকে এই নিয়মই দোল উৎসব হয়ে আসছে কোচবিহারের মদনমোহন মন্দিরে। তাই সকাল থেকেই আজ ভিড় ছিল চোখে পড়ার মতো।