তরুণী চিকিৎসকের বাবা-মা এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রায় ৫ মাস পরেও অধারা আরজিকরের নির্যাতিতা তরুণী চিকিৎসকের ন্যায় বিচার। কেন্দীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে পারেনি।

যার জন্য ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছে এই মামলার অন্যতম দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। এবার এই তদন্ত নিয়েই তুলে দিলেন তিলোত্তমার বাবা-মা। এবার তাঁরা যাচ্ছেন সুপ্রিম কোর্টের দরজায়। তিলোত্তমার বাবা-মায়ের বক্তব্য তাঁদের মেয়ের মৃত্যুর জন্য শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় নয় দায়ী আরও অনেকে। কিন্তু গোটা বিষয়টাই কৌশলে এড়িয়ে যাচ্ছে সিবিআই। কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় এবিষয়ে হস্তক্ষেপ করতে চাইনি কলকাতা হাইকোর্ট। তাই এবার সুপ্রিম কোর্টে তারা আর্জি জানাতে চলেছেন হাইকোর্টকে এই মামলা শুনতে যেন অনুমতি দেওয়া হয়।